প্রতিষ্ঠানের ইতিহাস
মানবজাতির অগ্রগতি ও কল্যাণের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আজ বিশ্বব্যাপী পরিব্যাপ্ত। বর্তমান বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে অসংখ্য আন্তর্জাতিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাধারণ অথচ সচেতন মানুষের সন্তানদের শিক্ষাদানের মত মহৎ কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সফল কার্যক্রম প্রশংসনীয় ও সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে বসবাসরত বিশাল জনগোষ্ঠীর সন্তানের উন্নতমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে মিরপুরে ২০০৭ সালে একটি অত্যাধুনিক ENGLISH VERSION SCHOOL & COLLEGE এবং এর পাশাপাশি উন্নতমানের যুগোপযোগী আধুনিক বাংলা মাধ্যম স্কুল ও কলেজ স্থাপন করা হয়েছে যা বাংলাদেশ টেক্সটবুক বোর্ডের পাঠ্যক্রমানুসারে পরিচালিত হচ্ছে। গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের উন্নতমানের শিক্ষাগ্রহণে আগ্রহী ছেলে-মেয়েরা আধুনিক শিক্ষা লাভ করে মুক্তমনের মানবসম্পদে পরিণত হবে।
বিস্তারিত...